train rail

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১০টা ১৫ মিনিট থেকে পরের দিন – অর্থাৎ ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক থাকবে। সেই কারণেই শিয়ালদা ডিভিশনে ব্যাহত হবে স্বাভাবিক ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ করা হবে। সেই কারণেই পাওয়ার ব্লক করতে হবে। ফলত, সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে লোকাল ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে।

আগামী শনিবার – অর্থাৎ – ৮ ফেব্রুয়ারি যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে, সেগুলি হল – ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল।

আগামী রবিবার – অর্থাৎ – ৯ ফেব্রুয়ারি যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে, সেগুলি হল – ডায়মন্ড হারবার-শিয়ালদার মধ্যে যাতায়াতকারী – আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ এবং ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০।আগামী রবিবার – অর্থাৎ – ৯ ফেব্রুয়ারি যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে, সেগুলি হল – সোনারপুর ও ডায়মন্ড হারবারের মধ্যে যাতায়াতকারী – ডাউন ৩৪৮৮২। এবং ডায়মন্ড হারবার ও বারুইপুরের মধ্যে যাতায়াতকারী – আপ ৩৪৮৯১।

এর বাইরে, বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে – ৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদা-ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল। এই ট্রেনটি ছাড়বে মগরাহাট থেকে।৩৪৮৫৮ শিয়ালদা- ডায়মন্ড হারবার লোকাল ৮ ফেব্রুয়ারি বারুইপুর এসে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল ৯ ফেব্রুয়ারি বারুইপুর থেকে ছাড়বে। এবং ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদা-ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল আগামী ৯ ফেব্রুয়ারি মগরাহাট থেকে যাতায়াত করবে।