সঞ্জয়ের ফাঁসি আপাতত চান না তিলোত্তমার বাবা-মা! হাইকোর্টে ‘টার্নিং পয়েন্ট’ স্পষ্ট করলেন

সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা আপাতত চাইলেন না তিলোত্তমার বাবা-মা। হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শেষ। রায়দান এখনও স্থগিত। আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মামলায় অংশ নেয় পরিবারও। কিন্তু সোমবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাতে তিলোত্তমার পরিবার জানিয়ে দেয়, তারা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চায় না।

তিলোত্তমার বাবা-মা এদিন এজলাসে স্পষ্ট করে দেন, রাজ্যের করা এই মামলার গ্রহণযোগ্যতা কতটা, তা নিয়ে তাঁদের কিছু বলার নেই। কিন্তু তাঁরা এই মুহূর্তে সঞ্জয়ের ফাঁসির সাজা চাইছেন না। আপাতত এই মামলা গৃহীত হলে, তারপর তাঁরা বাকিটা বলবেন। তিলোত্তমার বাবা-মা আগেও জানিয়েছিলেন,  রাজ্য সরকারের তদন্তে তাঁদের ভরসা নেই। এমনকি গুরুত্বপূর্ণ অনেক তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ করেছিলেন তাঁরা। সেই পরিস্থিতি রাজ্য সঞ্জয়ের ফাঁসি চায় কি চায় না, সে ব্যাপারে তাঁরা একদমই আগ্রহী নন।

উল্লেখ্য, সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের করা মামলার আদৌ গ্রহণযোগ্যতা রয়েছে কিনা,  গত দুদিন ধরে হাইকোর্টে সেই বিষয়টির ওপরেই শুনানি চলে। এদিনের সওয়াল জবাবের একেবারে শেষ মুহূর্তে বিচারপতি তিলোত্তমার বাবা-মায়ের কাছে জানতে চান, তাঁরা কী চাইছেন? তখনই তাঁরা আদালতে স্পষ্ট করে জানিয়ে দেন, তাঁরা সঞ্জয়ের ফাঁসি চাইছেন না।