অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছিল? তেমনই ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অভিষেক অভিযোগ করেছেন যে তাঁর ‘অফিসিয়াল ফেসবুক পেজে ‘অনুমোদনহীনভাবে’ কেউ ঢুকে পড়েছে।
আর তাঁর ব্যক্তিগত তথ্য পালটে দিয়েছে। সেই ঘটনায় যাতে কড়া পদক্ষেপ করা যায়, সেই দাবি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকী মার্ক জুকারবার্গরা যদি উপযুক্ত পদক্ষেপ না নেন, তাহলে পালটা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।
আজ সকালেও অভিষেকের ফেসবুক পেজে পোস্ট
এমনিতে অভিষেকের ফেসবুক পেজ অত্যন্ত সক্রিয়। নিয়মিত পোস্ট করা হয়। আজ সকাল থেকেও দুটি পোস্ট করা হয়েছে। একটি পোস্টে সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য প্রদান করেছেন। অপর একটি পোস্টে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। তারইমধ্যে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে যে ফেসবুক পেজে ‘অনুমোদনহীন অ্যাকসেস’ নিয়ে অভিযোগ করেছেন অভিষেক।
বাজেটের পরেও নীরব অভিষেক!
সেই বিষয়টির মধ্যেই এবারের রাজ্য বাজেট নিয়ে অভিষেকের ‘নিঃস্তব্ধতা’ নিয়ে একটি মহলে কানঘুষো শুরু হয়েছে। বুধবার বিকেলে বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপর থেকে অভিষেকের কোনও সোশ্যাল মিডিয়া পেজে বাজেট নিয়ে কোনও বিবৃতি ভেসে ওঠেনি। আলাদা করেও বিবৃতি দেওয়া হয়নি।