রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প সাড়া ফেলে দিয়েছে দিল্লিতে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে এই ভূমিকম্প নিয়ে পোস্ট করেছেন। বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করেছেন।
তিন ঘণ্টারও কম সময়ে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের তিন প্রান্ত। দিল্লি, বিহারের পর কম্পন অনুভূত হল ওড়িশার পুরী জেলার বিস্তীর্ণ অংশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৭। যদিও এখনও পর্যন্ত সে রাজ্য থেকে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে কেঁপে উঠেছিল দিল্লি এবং সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪। কিন্তু কম্পনের তীব্রতা সেই মাত্রার তুলনায় অনেকটাই বেশি ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় দিল্লির ভূমিকম্পের উৎসস্থল মাটির মাত্র পাঁচ কিলোমিটার নীচে। মনে করা হচ্ছে, উৎসস্থলের গভীরতা কম থাকার জন্যই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
সকাল ৮টা ২ মিনিটে কম্পন অনুভূত হয় বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশে। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। অবশ্য পুরীর ভূকম্পের উৎসস্থল কোথায়, তা এখনও জানা যায়নি। তবে হঠাৎ কম্পন অনুভূত হয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় এবং পর্যটকেরা।
ভূমিকম্পে দিল্লির বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠার পরেই সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন। ভূমিকম্প পরবর্তী কম্পন হতে পারে, তার জন্য সতর্ক থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’’