RBI

অনলাইন জালিয়াতি রুখতে এবার রিজার্ভ ব্য়াংক অব ইন্ডিয়া বড় পদক্ষেপ নিতে চলেছে। কোন কোন ব্যাংক তথা আর্থিক প্রতিষ্ঠান এর আওতায়, জেনে নিন। সম্প্রতি একটি বিশেষ ডোমেইন লঞ্চ করেছে রিজার্ভ ব্য়াংক অব ইন্ডিয়া। ডোমেইন সাধারণত একটি সাইটের শেষে থাকে। ডট-এর পরের অংশটিকে ডোমেইন বলা হয়। যেমন .com, .in, .org কিছু বিখ্যাত ডোমেইন যা অধিকাংশ সাইটেই থাকে।

রিজার্ভ ব্য়াংক অব ইন্ডিয়ার তরফে এমনই দুটি ডোমেইন bank.in ও fin.in লঞ্চ করা হল শুক্রবার। দুটো ডোমেইন দুই ধরনের আর্থিক প্রতিষ্ঠানের জন্য লঞ্চ করা হয়েছে।

এর মধ্যে bank.in সমস্ত ভারতীয় ব্য়াংকগুলির জন্য় লঞ্চ করা হয়েছে। অন্যদিকে fin.in ব্যাংক নয় কিন্তু আর্থিক পরিষেবা দেয় এমন প্রতিষ্ঠানগুলির জন্য় লঞ্চ করা হয়েছে।

আরবিআই গর্ভনর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকেই bank.in ডোমেইনে বিভিন্ন ভারতীয় ব্যাংকগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এর পরবর্তী ধাপে। বিভিন্ন অজানা সাইট মারফত অনলাইন প্রতারণার ঘটনা রুখতেই এই বিশেষ পদক্ষেপ।