দিল্লি বিধানসভা নির্বাচন প্রচারে আজ কস্তুরবাননগর বিধানসভার লাজপত নগরের বিক্রম বিহারে মাতৃশক্তির সঙ্গে ত্রিপুরার বিপ্লব কুমার দেব জি।
গোটা দেশে মহিলাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি সরকার যে কাজ করেছে তা সবার সামনে।দরিদ্র মহিলাদের প্রতি মাসে ₹2500 আর্থিক সহায়তা,
গর্ভবতী মহিলাদের পুষ্টি কিট এবং মাত্র ₹500 মূল্যের LPG সিলিন্ডারের মতো প্রকল্পগুলি দিল্লিতে বিজেপি সরকার গঠনের সাথে সাথেই বাস্তবায়িত হবে হলে এই কথা বলেন বিপ্লব কুমার দেব.