MP Biplab Kumar Dev campaigning for door-to-door voting in support of BJP candidate in Delhi

দিল্লি বিধানসভা নির্বাচন প্রচারে আজ কস্তুরবাননগর বিধানসভার লাজপত নগরের বিক্রম বিহারে মাতৃশক্তির সঙ্গে ত্রিপুরার বিপ্লব কুমার দেব জি।

গোটা দেশে মহিলাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি সরকার যে কাজ করেছে তা সবার সামনে।দরিদ্র মহিলাদের প্রতি মাসে ₹2500 আর্থিক সহায়তা,

গর্ভবতী মহিলাদের পুষ্টি কিট এবং মাত্র ₹500 মূল্যের LPG সিলিন্ডারের মতো প্রকল্পগুলি দিল্লিতে বিজেপি সরকার গঠনের সাথে সাথেই বাস্তবায়িত হবে হলে এই কথা বলেন বিপ্লব কুমার দেব.