বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন এসআইপিকে। এসআইপি বা সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান আপনাকে দিতে পারে মোটা টাকা রিটার্ন। ভারতের বাজারে বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এসবিআই’য়ের (State Bank of India) মিউচুয়াল ফান্ড।
ধামাকাদার স্কিম এসবিআই’য়ের (State Bank of India)
এবার মাত্র ২৫০ টাকা থেকেই এসআইপি শুরু করতে পারেন এসবিআই মিউচুয়াল ফান্ডে। সাধারণ গ্রাহকদের আকর্ষণ করার জন্য এসবিআই (State Bank of India) শুরু করেছে ‘জন নিবেশ SIP যোজনা’ নামক স্কিম। অধিকাংশ এসআইপিতে নূন্যতম ৫০০ টাকা থেকে শুরু করা যায় বিনিয়োগ (Investment)।
তবে বেশকিছু এসআইপি রয়েছে যেখানে ১০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন বিনিয়োগকারীরা। স্টেট ব্যাঙ্কের এই নতুন স্কিমের (Scheme) উদ্দেশ্যই হল সাধারণ ও নিম্নবিত্ত বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ প্রদান করা। এসবিআই মিউচুয়াল ফান্ডের এমডি এবং সিইও নন্দ কিশোর জানান, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরো সহজ করা হয়েছে বিনিয়োগ পদ্ধতি।
পাশাপাশি তিনি আরও বলেন, সহজ প্রযুক্তির মাধ্যমে নতুন বিনিয়োগকারী, ক্ষুদ্র সঞ্চয়কারী এবং অসংগঠিত ক্ষেত্রের মানুষেরা বিশেষ সুবিধা পাবেন। মাত্র ২৫০ টাকা থেকেই এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারবেন বিনিয়োগকারীরা। এসবিআই (SBI) চেয়ারম্যান সি এস শেট্টির কথায়, আর্থিক অন্তর্ভুক্তির এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে ভারত যেখানে নতুন নতুন উদ্ভাবন খুবই জরুরী।
সোমবার আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম. নাগারাজু জানান, আমানত বিমার সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার কিছুদিন পরই নাগারাজু বলেছিলেন, “বিষয়টি হল বীমার সীমা বৃদ্ধির বিষয়ে… এটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সরকার অনুমোদন করার সাথে সাথেই আমরা একটি বিজ্ঞপ্তি জারি করব।