মৌনি অমাবস্যায় মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট বহু মানুষ। আহত কমপক্ষে ৩০ থেকে ৫০ জন। কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসেছেন। তিনি নিজেই জানিয়েছেন কীভাবে দুর্ঘটনা ঘটল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ দিন জানান, রাত ১টা থেকে ২টোর মধ্যে পুণ্যস্নানের জন্য ভিড় বাড়তে থাকে। ত্রিবেণী সঙ্গম থেকে ১ কিলোমিটার দূরে আখড়ার ব্যারিকেড ভেঙে যায়। হুড়মুড়িয়ে পুণ্যার্থীরা একে অপরের উপরে পড়ে যায়। এতেই পদপিষ্টের ঘটনা ঘটে।
আহত পুণ্যার্থীদেরও একই কথা। হাসপাতালে ভর্তি এক ব্যক্তি বলেন, “রাত ২টোর দিকে আমরা এসেছিলাম। হঠাৎ পিছন থেকে ধাক্কা লাগে। হুড়োহুড়ি পড়ে যায়। এতটাই জোরে ধাক্কা লাগে যে আমরা সবাই পরে যাই। পালানোর কোনও পথ ছিল না।
মুখ্যমন্ত্রী জানান, মৌনি অমাবস্যায় অমৃত স্নান করার জন্য বিপুল জনসমাগম হয়েছে। কমপক্ষে ৮ থেকে ১০ কোটি মানুষের জনসমাগম হয়েছে। গতকালই মহাকুম্ভে সাড়ে ৫ কোটি মানুষ স্নান করেছেন। আজও সকালে সাড়ে ৩ কোটি মানুষ স্নান করেছেন।
যোগী আদিত্যনাথ আগত পুণ্যার্থীদের অনুরোধ করেন যে তারা সকলে যেন ত্রিবেণী সঙ্গমেই স্নান করতে না যান। তার বদলে অন্যান্য ঘাটে স্নান করার অনুরোধ করেন। কারোর গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ বার ফোন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও কথা বলছেন।