20 minutes news india

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই সোমবার বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে বলেন, ভারত ও চিনের উচিত পারস্পরিক বোঝাপড়ার দিকে কাজ করা এবং ‘সন্দেহ’ ও ‘বিচ্ছিন্নতা’ এড়িয়ে চলা।

চার বছরেরও বেশি সময় ধরে চলা সামরিক অচলাবস্থার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উত্তেজনা হ্রাস করার লক্ষ্যে গত অক্টোবরে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছানোর পর থেকে উপ-বিদেশমন্ত্রী সান ওয়েইডংয়ের সাথে আলোচনার আগে মিশ্রি ওয়াংয়ের সাথে সাক্ষাত করেছিলেন।

চিনের বিদেশ মন্ত্রণালয় থেকে ম্যান্ডারিন ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই বলেছেন যে উভয় পক্ষের উচিত ‘একে অপরের সাথে দেখা করা’ এবং ‘পারস্পরিক বোঝাপড়া [এবং] পারস্পরিক সমর্থনের প্রতিশ্রুতিবদ্ধ’ এবং ‘পারস্পরিক সন্দেহ [এবং] পারস্পরিক বিচ্ছিন্নতা’ এড়ানো উচিত। ভারতের পক্ষ থেকে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল।

ওয়াং ই বলেন, চিন-ভারত সম্পর্কের উন্নতি ও উন্নয়ন দুই দেশের মৌলিক স্বার্থের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সহায়ক।

২১ অক্টোবর ডেমচক ও দেপসাংয়ের অবশিষ্ট দুটি ‘সংঘাত পয়েন্টে’ ভারত ও চিন সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিং দু’দিন পর রাশিয়ায় বৈঠক করার পর থেকে উভয় পক্ষ তাদের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে এবং ছয় দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা সম্পর্ক স্বাভাবিক করার জন্য বেশ কয়েকটি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করেছে।