মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, পুণ্যস্নান বন্ধ হল আখাড়ার

মৌনী অমাবস্যায় উত্তরপ্রদেশের ত্রিবেণী সংগমে পদপিষ্টের ঘটনা ঘটল। তার জেরে কয়েকজন আহত হয়েছেন। কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে একটি মহলের তরফে দাবি করা হচ্ছে। কোনও প্রাণহানি হয়েছে কিনা, তা এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি। যদিও পদপিষ্টের ঘটনার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আখাড়ার পুণ্যস্নান স্থগিত করে দিয়েছে কুম্ভ প্রশাসন। তারইমধ্যে পুরো বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মহাকুম্ভ মেলায় ঠিক কী হয়েছে, কী পদক্ষেপ করা হচ্ছে, সেইসব বিষয়ে খোঁজ নেন। যাবতীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিরল ‘ত্রিবেণী যোগ’-এ মৌনী অমাবস্যা পড়েছে

এমনিতে মহাকুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ দিন মৌনী অমাবস্যা। যে বিশেষ দিনে প্রচুর মানুষ পুণ্যস্নান (অমৃত স্নান) সেরে থাকেন। আর এবার সেই দিনটির তাৎপর্য আরও বেশি, কারণ ১৪৪ বছরের পর বিরল ‘ত্রিবেণী যোগ’ পড়েছে। সেই পরিস্থিতিতে মহাকুম্ভ মেলায় ভিড়ের মাত্রাও বেশি ছিল। ত্রিবেণী সংগমে (গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলনস্থল) পুণ্যস্নানের আগে হুড়োহুড়ির জেরে রাত ২ টো ৩০ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটে। দ্রুত ঘাটে নিয়ে আসা হয় একাধিক অ্যাম্বুলেন্স। আহতদের নিয়ে যাওয়া হয় মেলা প্রাঙ্গনের হাসপাতালে।

ভয়াবহ অভিজ্ঞতা, ব্যাখ্যার কোনও ভাষা নেই’

বিবেক মিশ্র নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুণ্যস্নানের জন্য প্রচুর পুণ্য়ার্থী যখন সংগমে পৌঁছেছিলেন, তখন পদপিষ্টের ঘটনা ঘটেছে। মূল সমস্যাটা হয় যে পুণ্যস্নানের পরে কোথায় যাবেন, তা বুঝতে পারছিলেন পুণ্যার্থীরা। তারইমধ্যে ময়লা ফেলার জন্য যে অসংখ্য লোহার জায়গা রাখা ছিল, তাতে ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ফেলে হুমড়ি খেয়ে পড়ে যান কয়েকজন। তাঁদের মাথায় যে ভারী-ভারী জিনিসপত্র ছিল, সেগুলিও পড়ে যায়। তার জেরে পদপিষ্টের ঘটনা ঘটেছে।