ঈপ্সা চ্যাটার্জী, দিল্লি: নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ২০১৩ সাল থেকে এই নতুন দিল্লি আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল৷ এ দিন ভোট গণনার শুরু থেকেই চাপে ছিলেন কেজরিওয়াল৷ মাঝে দু একবার এগিয়ে গেলেও অধিকাংশ সময়ই বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে থাকছিলেন তিনি৷

পরাজিত কেজরীবাল
মুখ পুড়ল আম আদমি পার্টির। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল হেরে গেলেন নির্বাচনে। তিনি নয়া দিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন।

পরাজিত সিসৌদিয়া
জংপুরা কেন্দ্র থেকে মণীশ সিসৌদিয়া পরাজিত হয়েছেন। হার স্বীকার করে নিয়েছেন তিনি। বিজেপির জয়ী প্রার্থী তরবিন্দর সিংহের সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৬০০-র কাছাকাছি।
পরবর্তী মুখ্যমন্ত্রী কে
দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? শনিবার বেলার দিকে সেই প্রশ্নের মুখোমুখি হলে দিল্লি বিজেপির প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেবা বলেন, ‘‘দিল্লির মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বকে দেখে ভোট দিয়েছেন। ওঁদের যন্ত্রণা আমরা উপলব্ধি করতে পেরেছি। বিজেপি থেকেই কেউ পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। তবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সম্পূর্ণ ফলাফল দেখে দল সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।’’
কংগ্রেস শূন্যে আটকে
এখনও শূন্যে আটকে কংগ্রেস। দিল্লির বিধানসভা ভোটে ৭০টির মধ্যে এই মুহূর্তে কোনও আসনেই তাদের প্রার্থী এগিয়ে নেই।
ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে’, বললেন বীরেন্দ্র সচদেব
সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে, তার ফল পেতেই হবে। বিজেপি ৪২টি আসনে এগিয়ে যাওয়ার পর এমনটাই বললেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দিল্লিতে একটি ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে।
Delhi Election Result: পোস্টাল ব্যালটে এগিয়ে BJP
শুরুতেই এগিয়ে গেল বিজেপি। দিল্লিতে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই গণনায় ১০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৭ আসনে এগিয়ে আম আদমি পার্টি। তবে ভরসা হারাচ্ছে না কেজরীর দল। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি বলেন, “ভরসা আছে। গোটা দিল্লির মানুষ ভাল কাজের পাশেই থাকবে।
২৭ বছর পর প্রত্যাবর্তনের পথে
২৭ বছর পর দেশের রাজধানীতে প্রত্যাবর্তনের পথে বিজেপি। ১৯৯৮ সালে শেষ বার তারা দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার পর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। ২০১৩ সালে প্রথম বার ক্ষমতায় আসে আপ।