RBI ও সরকারি ব্যাঙ্কগুলির থেকে ২.৫৬ লাখ কোটি পেতে পারে কেন্দ্র, দাবি রিপোর্টে

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই বছর ডিভিডেন্ড বাবদ কেন্দ্রীয় সরকারকে গতবছরের থেকেও বেশি টাকা দিতে পারে বলে দাবি করা হল রিপোর্টে। এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারকে ডিভিডেন্ড বাবদ ২.৩০ লাখ কোটি টাকা দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলি। আর এবার সরকারকে ২.৫৬ লাখ কোটি দিতে পারে আরবিআই এবং এই প্রতিষ্ঠানগুলি। অবশ্য এবারে এই বেশি ডিভিডেন্ড দেওয়ার নেপথ্যে কারণ হতে পারে ভারতীয় মুদ্রার দরে পতন।

এই নিয়ে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ গৌড় সেনগুপ্ত এই বিষয়ে টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘ডলার বিক্রি, বিদেশি সম্পদের ওপর সুদ এবং সরকারি সিকিউরিটিজের কারণেই আরবিআইয়ের ডিভিডেন্ড এতটা হয়েছে।’ রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষে সরকারের পকেটে যাওয়া ২.৩০ লাখ কোটি ডিভিডেন্ডের মধ্যে থেকে ২.১০ লাখ কোটি দিয়েছিল আরবিআই। ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় যা কি না দ্বিগুণ ছিল। এদিকে এবারে ২.৫৬ ডিভিডেন্ডের মধ্যে থেকে ৮০ শতাংশই আরবিআই দিতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

এদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে আরবিআই ডিভিডেন্ড দেশের জিডিপির ০.৭৫ শতাংশ হতে পারে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই হার ০.৯ শতাংশ ছিল। এই আবহে আবিআই-এর অবদান শতাংশের নিরিখে পতন করবে। উল্লেখ্য, আরবিআই মে-জুন মাসে এই ডিভিডেন্ড সরকারকে দিয়ে থাকে। তাই সরকারের পরের বছরের অ্যাকাউন্টে তা প্রতিফলিত হয়ে থাকে।