সম্প্রতি নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রেলের অব্যবস্থার বিষয়টি সামনে এসেছে। এরই মাঝে আবার আসানসোলে স্টেশনেও সম্প্রতি যাত্রীদের অস্বাভিক ভিড় দেখা গিয়েছিল। তার জেরে অবশ্য নয়াদিল্লির মতো ঘটনা ঘটেনি। আর এবার পটনা স্টেশনে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে যাত্রী ওঠার হিড়িকে ফিরল নয়াদিল্লি স্টেশনের সেই বিভীষিকাময় ঘটনার আতঙ্ক।
জানা গিয়েছে, হাওড়া থেকে ছেড়ে যাওয়া নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে উঠতে গিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল পটনা স্টেশনে। এরই মধ্যে অভিযোগ, অনেকেই উপযুক্ত টিকিট না থাকা সত্ত্বেও ট্রেনে ওঠার চেষ্টা করে। এর জেরে অন্য রেলযাত্রীদের বিশাল সমস্যা হয়। এদিকে এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেনের দরজা দিয়ে একসঙ্গে ওঠার প্রাণপন চেষ্টা করছেন বহু যাত্রী। এদিকে পুলিশকর্মীরা মাইক হাতে যাত্রীদের হুড়োহুড়ি করতে বারণ করছেন। এমনকী অনেক যাত্রীকে টেনে ভিড় ট্রেন থেকে নামানোর চেষ্টাও করতে দেখা যায় পুলিশকর্মীদের। তা সত্ত্বেও অনেক যাত্রী কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরেই দাঁড়িয়ে থাকেন সেখানে। পরে অবশ্য পুলিশ টেনে বের করেন অতিরিক্ত যাত্রীদের।
উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই কুম্ভগামী যাত্রীদের ভিড়ে বিহারের স্টেশনগুলি থেকে ট্রেনে অস্বাভাবিক ভিড় হচ্ছে। অনেক যাত্রীরাই বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ছেন। এদিকে ট্রেনে উঠতে না পেরে ভাঙচুর করতে দেখা গিয়েছে বহু যাত্রীকে। এসি কামরার কাচ ভেঙে সেখান দিয়ে যাত্রীদের ট্রেনে ঢুকতে দেখা গিয়েছে। এরই মাঝে এবার রাজধানীর মতো ট্রেনে এই ধরনের ঘটনার ভিডিয়ো এবং ছবি সামনে এল।
এর আগে সম্প্রতি নয়াদিল্লি স্টেশনে অতিরিক্ত যাত্রীদের চাপে মর্মান্তির ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৪ জন মহিলা, ২ শিশু সহ ১৮ জনের। এই আবহে যাত্রীদের ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। তবে রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনেও এই ধরনের অযাচিত ভিড় রেলের ওপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।