Budget 2025 : তৃতীয় মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড়

Budget 2025: মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের স্বস্তি, বাজেট প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের

১২ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাঁদের কোনও কর দিতে হবে না। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের স্বস্তি, মন্তব্য সুকান্ত মজুমদারের। 

Union Budget 2025: মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বিশাল আয়কর ছাড়

মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বিশাল আয়কর ছাড়। নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ পর্যন্ত আয় কর মুক্ত। মধ্যবিত্তের হাতে থাকবে বাড়তি টাকা। তৃতীয় মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড়। 

Budget 2025 : বাজেটের ভূয়সী প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাজেটের ভূয়সী প্রশংসায় অমিত শাহ। ‘প্রধানমন্ত্রীর হৃদয়ে থাকেন মধ্যবিত্তরা। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। মধ্যবিত্তের আর্থিক উন্নয়নের লক্ষ্যে এই বাজেট’, উপকৃৃত সবাইকে শুভেচ্ছা, পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

Union Budget 2025: এই বাজেট প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণের বাজেট, বলছেন প্রধানমন্ত্রী

এই বাজেট প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণের বাজেট। বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য সুযোগ তৈরি করা হয়েছে। দেশের অগ্রগতির সহায়তা করবে এই বাজেট। বাজেট প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এবারের বাজেটে আয়কর দাতাদের জন্যে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে শুধু চাকুরিজীবী মধ্যবিত্তদের কথা ভাবা হয়েছে, তাই নয়। প্রবীণ নাগরিকদের জন্যও উদার হল মোদি সরকার। ষাটোর্ধ্বদের জন্য সুদের উপর কর ছাড়ের সীমা দ্বিগুণ করা হল। 
৫০ হাজার টাকা থেকে তা বাড়িয়ে এক লাফে ১ লক্ষ টাকা করা হল। অবসরকালে যা অনেকের মধ্যেই স্বস্তি নিয়ে এসেছে।

Union Budget 2025: নির্মলা সীতারমণের ৭৭ মিনিটের বাজেট ভাষণে বারবার উঠে এল বিহারের নাম

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করলেন তা দেখে বিরোধীরা কটাক্ষ করে একে বিহার বাজেটও বলছেন। ভোট-মুখী বিহারের জন্য এদিন কার্যত উপহারের ডালি নিয়ে হাজির হলেন নরেন্দ্র মোদি। নির্মলা সীতারমণের ৭৭ মিনিটের বাজেট বক্তৃতায় বারবার উঠে এল বিহারের নাম।

Budget 2025 : মধুবনী শাড়ি পরে বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ নির্মলার

মধুবনী শাড়ি পরে বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ নির্মলার। তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। ৪টি গ্রিন ফিল্ড এয়ারপোর্টে সবুজ সঙ্কেত।

দাম কমছে টিভি, মোবাইল, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারির। সস্তা হবে চামড়াজাত দ্রব্য, ফ্রোজেন ফিশ। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

ক্যান্সার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধ পুরোপুরি শুল্কমুক্ত। জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যানসার সেন্টার। দেশে আরও ২০০টি ডে কেয়ার ক্যানসার সেন্টার।