একা কুম্ভ হয়ে লড়লেন আনমোল মালহোত্রা। দলের প্রথম ইনিংসের অর্ধেকের বেশি রান করেন পঞ্জাবের উইকেটকিপার একাই। ফলে ইডেনে বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে মান বাঁচে প্রভসিমরনদের। যদিও পঞ্জাবকে প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকাতে দেয়নি বাংলার বোলাররা। আনমোলের প্রতিরোধ ভাঙতে পারলে আরও কম রানে প্রতিপক্ষের প্রথম ইনিংস গুটিয়ে দিতে পারত বাংলা।
ইডেনে রঞ্জির এলিট-সি গ্রুপের ম্যাচে টস জিতে পঞ্জাবকে শুরুতে ব্যাট করতে পাঠান বাংলার ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদার। বাংলার হয়ে এই ম্যাচে ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাতেখড়ি হয় সুমিত মোহান্ত ও বিশাল ভাটির। পঞ্জাব ইনিংসের শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। শুধু এক প্রান্ত আঁকড়ে একা লড়াই চালান আনমোল।
লড়াকু শতরান আনমোল মালহোত্রার
পঞ্জাব শেষমেশ চায়ের বিরতির আগে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯১ রান। তারা সাকুল্যে ৫৭.২ ওভার ব্যাট করে। অনমোল ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ১১২ বলে। সাহায্য নেন ১০টি চার ও ২টি ছক্কার। শেষমেশ ১১৪ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন মালহোত্রা। তিনি মোট ১১টি চার ও ২টি ছক্কা মারেন।