কলকাতা: ‘অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেসে ছেড়ে’। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরে বললেন প্রণবপুত্র। প্রসঙ্গত, একুশ সালের জুলাইয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। ৫ বছরের মাথায় এদিন দুপুর ১টা নাগাদ বিধান ভবনে হয়ে গেল তাঁর ঘরওয়াপসি। ছিলেন প্রদেশ সংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক গুলাম আহমেদ মীর-সহ কংগ্রেসের একঝাঁক প্রথম সারির নেতা।
হাতি শিবিরে যোগ দিয়েই কংগ্রেসের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রণবপুত্র। বললেন, “আমার আজ দ্বিতীয় জন্মদিন। কংগ্রেসে আসা সম্ভব হল সনিয়া গান্ধীজি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীদের জন্য। কংগ্রেস ছাড়া ভারতবর্ষে সকলকে ধরে রেখে জাতি-ধর্ম-নির্বিশেষে আর কোনও দল আর নেই।”
পুরনো সতীর্থকে কাছে পেয়ে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। তাঁর সাফ কথা, “কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ নেই। অভিজিৎ মুখাপাধ্যায়ের কংগ্রেসে এসে সেটাই প্রমাণ করলেন।” অভিজৎ বলছেন, “আমায় যে কাজ দেওয়া হবে সেটা তো করবই । তাছাড়াও প্রত্যন্ত জায়গায় গিয়ে যাম যাঁরা কংগ্রেস ছেড়ে অন্য দলে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনার কাজ করব।
যদিও এই দলবদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল। এতে দলের কোনও ক্ষতিই হবে না বলে মনে করছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ লালা। উল্টে খোঁচা দিয়েছেন অধীরদের। তাঁর কথায়, অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছেড়েছিলেন। কিন্তু, তৃণমূলে যোগদান করার পর তাঁকে খুব একটা সক্রিয় হতে দেখা যায়নি। হয়তো ভেবেছিলেন লোকসভায় টিকিট পাবেন!