দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হবেন কোনও মহিলা? চর্চায় চার নাম, রাজধানীতে চমক দিতে পারে বিজেপি

২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি৷ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, এখন গোটা দেশের রাজনৈতিক মহলের কৌতূহল তাকে ঘিরেই৷ যদিও বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন একজন মহিলাই৷

দিল্লিতে ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টি দখল করেছে বিজেপি৷ গেরুয়া শিবিরের সূত্রের খবর, জয়ী ৪৮ জন বিধায়কের মধ্যে থেকেই কাউকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হবে৷ ভোটে পরাজিত হয়েছেন অথব ভোটে লড়েননি, এরকম কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হবে না৷

ওই সূত্রের আরও দাবি, উপমুখ্যমন্ত্রীর পদটি দলিত সম্প্রদায় অথবা পিছিয়ে থাকা কোনও জনজাতির কোনও প্রতিনিধিকে দেওয়া হতে পারে৷ এ ছাড়াও নতুন মন্ত্রিসভায় দলিত এবং মহিলা মুখ বেশি সংখ্যায় থাকতে পারে৷

সম্ভাব্য মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে চারটি নাম উঠে আসছে৷ তাঁরা হলেন শালিমার বাগ কেন্দ্র থেকে জয়ী রেখা গুপ্ত৷ গ্রেটার কৈলাস থেকে জয়ী বিধায়ক শিখা রায়, ওয়াজিরপুর কেন্দ্র থেকে জয়ী পুনম শর্মা এবং নজরগড় কেন্দ্র থেকে জয়ী নীলম পহেলওয়ান৷ অরবিন্দ কেজরীওয়ালের পর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন আপ নেত্রী অতীশী৷ সেক্ষেত্রে অতীশীর পর ফের কোনও মহিলার হাতেই যেতে পারে দিল্লির শাসন ভার৷

বিজেপির জয়ের পর অবশ্য দিল্লির সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমে পরভেশ ভার্মার নাম উঠে এসেছিল৷ নতুন দিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি৷ তবে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে এখনও বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স এবং আমেরিকা থেকে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে৷