২০৫ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেই সতর্ক করা হয় পঞ্জাব পুলিশকে। সেই মতো আঁটসাঁট নিরাপত্তা ছিল অমৃতসর বিমানবন্দরে। সূত্রের খবর, প্রথম দফায় এই ২০৫ জনকে পাঠানো হল ভারতে। এর পরে আমেরিকায় থাকা আরও অবৈধবাসী ভারতীয়কে ক্রমে ক্রমে পাঠানো হবে।
একটি সূত্র বলছে, এই অবৈধবাসী ভারতীয়দের বেশির ভাগই ধরা পড়েছেন মেক্সিকো-আমেরিকা সীমান্তে। তবে ভারতে ফেরার পরে তাঁদের গ্রেফতার করা হবে না। কারণ তাঁদের বিরুদ্ধে এ দেশের আইন লঙ্ঘন করার কোনও অভিযোগ নেই। একটি সূত্র বলছে, এই অবৈধবাসীরা আইনি পথেই ভারত ছেড়েছিলেন। পরে বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন। ( ত্রিপুরা: বিএসএফের গুলিতে আহত যুবক,অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় গুলিবিদ্ধ )
তাই তাঁদের এ দেশে গ্রেফতারের সম্ভাবনা নেই। একটি সূত্র বলছে, পাসপোর্ট না থাকলে এই অবৈধবাসী ভারতীয়দের আঙুলের ছাপ দেখে শনাক্ত করা হবে। পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) গৌরব যাদব মঙ্গলবার জানিয়েছিলেন, রাজ্য সরকার ওই অবৈধবাসীদের বিমানবন্দরে গ্রহণ করবে। সেখানে তাঁদের সাহায্যের জন্য একটি কাউন্টারও খোলা হবে।
এই অবৈধবাসী ভারতীয়দের ফেরানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পঞ্জাবের প্রবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী কুলদীপ সিংহ ঢালিওয়াল। পরের সপ্তাহে এই নিয়ে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন। কুলদীপের দাবি, আমেরিকা সরকারের এই অবৈধবাসীদের বৈধ নাগরিকত্ব দেওয়া উচিত ছিল।
কারণ ওই দেশের অর্থনীতিতে তাঁদের অবদান রয়েছে। তাঁর আরও দাবি, অনেক ভারতীয়ই আমেরিকায় কাজ করার বৈধ অনুমতি (ওয়ার্কিং ভিসা) নিয়ে প্রবেশ করেছিলেন। পরে সেই ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অবৈধবাসীতে পরিণত হয়েছেন।