ঢাকার ধানমন্ডি ৩২-এ মুজিবের বাড়ি,মিউজিয়ামে আগুন, ভাঙচুর উত্তাল জনতার

ফের একবার ক্ষোভে উত্তাল বাংলাদেশের ছবি ধরা পড়ল। বুধবার সন্ধ্যা নামতেই ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি ও মিউজিয়ামে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় একদল জনতা। জানা যাচ্ছে, ছাত্র-জনতা মিলে এই বিক্ষোভ চালিয়েছে। শুধু যে ঢাকা তা নয়। খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবর রহমানের বাসভবনে গিয়ে বিক্ষোভ, ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। আচমকাই বুধের সন্ধ্যায় এই উত্তাল পরিস্থিতি তৈরি হয় ঢাকায়। জানা গিয়েছে, রাত ৮ টা নাগাদ এই বিক্ষোভ শুরু হয় ঢাকায়। বিক্ষোভকারীরা বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করেন বলে খবর।

ঘটনার জেরে প্রশ্ন উঠছে, মহম্মদ ইউনুস সরকারের আমলে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে। জানা যায়, ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী মিছিল করছিলেন। তাঁরা সেখান থেকে আওয়ামি লিগের বিরুদ্ধে স্লোগান তুলছিলেন। হঠাৎই কয়েক শত মানুষ হুড়মুড়িয়ে রাতের অন্ধকারে শেখ মুজিবর রহমানে বাড়িতে ঢুকে পড়েন। যে যেভাবে পেরেছেন বাড়িটির ভিতরে ঢুকে গিয়েছেন বলে খবর।

ততক্ষণে বাড়ির বাইরে আরও বেশ কয়েক শত মানুষ। তাঁরা স্লোগান দিচ্ছিলেন, যাতে এই বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে, ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেয় ‘২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা’। সেই পোস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সরব হন তাঁরা। ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ঘোষণাও করা হয়।