ভোট হচ্ছে দিল্লিতে। ৫ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে, বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে রাজধানীতে। নির্বাচন কমিশনের তথ্য, দুপুর ১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়েছে ৩৩ শতাংশের বেশি। দুপুর ৩টা পর্যন্ত ৪৬ শতাংশের বেশি ভোট পড়েছে দিল্লিতে। এই ভোট কেবল দিল্লির আগামী পাঁচ বছরের রাজনীতি নির্ধারণ করবে তা নয়, এই ভোট অগ্নিপরীক্ষা খোদ কেজরিওয়ালের জন্য।
অরবিন্দ কেজরিওয়াল স্বাধীন ভারতের সাম্প্রতিক সময়ের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী থাকার সময় গ্রেপ্তার হয়েছিলেন। জেলে বসে সরকার চালিয়েছেন, এবং দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে বেরিয়ে আসার পরে সরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। কেজরিওয়াল সাফ জানিয়েছিলেন, তিনি পুনরায় ভোট জিতে, মানুষের আস্থা জিতে ফিরবেন এই পদে। সেই আস্থা জয়ের ভোট চলছে দিল্লিতে। নিজের ভোটে, ভোটার হিসেবে ভোট দেন আপ সুপ্রিমো।
ভোটের বড় সময় পেরিয়ে গেল ইতিমধ্যে। দিনের শুরুর দিকে সীলমপুর, চিরাগ দিল্লি এবং জংপুরাতে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। আম আদমি পার্টি গেরুয়া শিবিরের দিকে বড় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, রাষ্ট্রপতিভবনের কাছে বিজেপি ভোটারদের ভোটের বিনিময়ে টাকা দিচ্ছে। ৭০আসনের দিল্লি বিধানসভায় ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি।
ভোটগ্রহণ শুরু দিল্লিতে। ৭০টি বিধানসভা আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। কেন্দ্রে ক্ষমতায় থাকলেও দিল্লির বিধানসভা বিজেপির অধরাই থেকে গিয়েছে। বরং গত দু’বারের ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ব্যাপক জয় পেয়েছে।
২০২০ সালের ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি জিতেছিল ৮টিতে। ১৫ বছর দিল্লির মসনদে থাকার পরও একটি আসনও জিততে পারেনি কংগ্রেস। এ বারের ভোটে আপ-বিজেপি-কংগ্রেস, সকলেই নিজেদের মতো করে ময়দানে যুদ্ধ জেতার জন্য প্রস্তুত।
সকাল সকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দিল্লি বিধানসভায় আজ সমস্ত আসনে ভোট। দিল্লিবাসীর আছে আমার অনুরোধ, সকলে গণতন্ত্রের উৎসবে সামিল হোন, নিজের গুরুত্বপূর্ণ ভোট অবশ্যই দিন। যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা। মাথায় রাখবেন, আগে ভোটদান, তার পর জলপান।’
ভোট গ্রহণ শুরু হতেই আপ-এর বিদায়ী বিধায়ক ও ওখলার প্রার্থী আমানাতুল্লাহ খানের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ উঠল। অন্য দিকে, আপ-এর অন্য এক বিদায়ী বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় সঙ্গম বিহার থানায়। এক মহিলা তাঁর বিরুদ্ধে ফ্লায়িং কিস ছোড়ার অভিযোগ তোলেন।