প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণ করেছে কেন্দ্রীয় বাজেট। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের পরে ভিডিয়োবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণ করছে এই বাজেট। ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্খা ফুটে উঠছে এই বাজেটের মধ্যে দিয়ে। এটা মানুষের বাজেট।
মোদী দাবি করেন, যুবপ্রজন্মের জন্য অনেক ক্ষেত্র খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁরা ‘বিকশিত ভারত’-র স্বপ্নকে এগিয়ে যাবেন। সীতারামন যে বাজেট পেশ করেছেন, তাতে মানুষের সঞ্চয় বৃদ্ধি পাবে। বাড়বে বিনিয়োগ। আরও বেশি টাকা খরচ করবেন মানুষ। আর্থিক বৃদ্ধির হার তরান্বিত হবে বলে আত্মবিশ্বাসের সুরে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী জানান, এবার যে বাজেট তৈরি করা হয়েছে, তাতে সাধারণ মানুষের পকেট ভরবে। সরকারের কোষাগার ভরতি করার জন্য বাজেট তৈরি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘(মানুষের) সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে মজবুত ভিত্তিপ্রস্তব স্থাপন করল এবারের বাজেট। আর মানুষকে উন্নয়নের ক্ষেত্রে সঙ্গী করে তুলবে।
মোদী জানান, এবার বাজেটে যে আয়কর সংক্রান্ত ছাড় দেওয়া হয়েছে, তাতে মধ্যবিত্ত মানুষ ও বেতনভোগীরা লাভবান হবেন। উল্লেখ্য, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে এক পয়সাও ‘ইনকাম ট্যাক্স’ দিতে হবে না। যে অঙ্কটা বেতনভোগীদের ক্ষেত্রে ১২.৭৫ লাখ টাকা। কারণ তাঁদের ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা আছে।
এবার বাজেটে নতুন আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছে। নতুন আয়কর কাঠামো কেমন হল? ১) ৪ লাখ টাকা পর্যন্ত: শূন্য। ২) ৪ লাখ থেকে ৮ লাখ: ৫ শতাংশ। ৩) ৮ লাখ থেকে ১২ লাখ: ১০ শতাংশ। ৪) ১২ লাখ থেকে ১৬ লাখ: ১৫ শতাংশ। ৫) ১৬ লাখ থেকে ২০ লাখ: ২০ শতাংশ। ৬) ২০ লাখ থেকে ২৪ লাখ: ২৫ শতাংশ। ৭) ২৪ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।