Myanmar Earthquake
Myanmar Earthquake

জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছে মায়ানমার।হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। আর এই ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়েছে কলকাতা, দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। জোরাল কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভূমিকম্প–বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মায়ানমারে এমন ভূমিকম্প হয়নি।মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, শুক্রবার মায়ানমারে জোড়া কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪। প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। আর দ্বিতীয় কম্পনটি হয় ১২টা ২ মিনিটে। প্রথমটির উৎসকেন্দ্র মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। আর দ্বিতীয়টির উৎসকেন্দ্র মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। দু’টি কম্পনের ক্ষেত্রেই উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নীচে।

সূত্রের খবর, মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে। একটি মসজিদ ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। সেখানকার রাজধানী ব্যাঙ্ককে একটি বহুতল ভেঙে পড়েছে। বহুতলটি নির্মীয়মাণ অবস্থায় ছিল।থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। ৮১ জন নিখোঁজ। জলোচ্ছাস দেখা গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও।কম্পন এতটাই তীব্র ছিল যে, ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্যাঙ্ককের হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।ভূমিকম্পের কারণে ব্যাঙ্ককে জরুরি বৈঠকে বসেছেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অন্তত ৪৩ জন শ্রমিক নির্মীয়মাণ বহুতলের ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। এক জনের মৃত্যু নিশ্চিত করেছে রয়টার্স। এই পরিস্থিতিতে ব্যাঙ্ককে জরুরি বৈঠকে বসেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ।একটি ভিডিওতে দেখা গেছে, ব্যাঙ্ককের একটি নির্মীয়মাণ বাড়ি খোলামকুচির মতো গুঁড়িয়ে মাটিতে মিশে গিয়েছে। এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। মায়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ব্যাঙ্ককের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার। কিন্তু এই ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে, ব্যাঙ্ককে জোরালো কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর ব্যাঙ্ককজুড়ে ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। মায়ানমারে ভেঙে পড়েছে বিখ্যাত আভা সেতু। সোশ্যাল মিডিয়ায় তার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সাগাইং থেকে ২৪ কিলোমিটার দূরে মান্দালয়ে ধ্বংসস্তূপের মধ্যে কয়েক জন আটকে পড়েছেন বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে।