বল দিলে আমি ছক্কা মারব', অক্সফোর্ডে ধেয়ে আসতে পারে ‘আর জি কর বাণ’ 'ফ্রন্টফুটে' মমতা
  • বিরোধী দলের বহু বিতর্ক কাটিয়ে অবশেষে গত রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ লন্ডন পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত শনিবার সন্ধ্যায় কলকাতা বিমান বন্দর থেকে রওনা দেওয়ার পরে দুবাই হয়ে লন্ডন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে এসেই মাথা চারা দিয়ে ওঠে অসংখ্য একগুচ্ছ কাজ। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাকে ঘিরে প্রবল আগ্রহ তৈরি হয়েছে গোটা লন্ডনবাসী।

লন্ডনের আকাশ ছিল বেশ পরিষ্কার। ঝকঝকে রোদ। অনেকক্ষণ রোদে পিঠ দিয়ে বসলে তেতে যাচ্ছে। সবাই যখন একটু ছায়া খুঁজছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Oxford Visit) বসলেন রোদের দিকে মুখ করে। সাদা খোলের শাড়ির উপর একটা সাধারণ কাট স্লিভ জ্যাকেট পরা। বললেন, ‘ভিটামিন ডি নিচ্ছি’।

বোঝা যাচ্ছিল দিব্য মেজাজে রয়েছেন তিনি। মঙ্গলবার সেন্ট জেমস কোর্টের কনভেনশন রুমে বাণিজ্য সম্মেলনে তিল ধারণের জায়গা ছিল না। কানায় কানায় ভর্তি। বুধবার সকালে অক্সফোর্ড (Mamata Banerjee Oxford) থেকেও খবর এসেছে, বৃহস্পতিবার কেলগ কলেজে যে অডিটোরিয়ামে তিনি বক্তৃতা দেবেন, তার দু’শটি আসনই বুক হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের উইনডো খোলা হয়েছিল। তাতে হাউজফুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য এতো আবেদন জমা পড়েছে যে কেলগ কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়েই আসন বাড়িয়েছে। মূল প্রেক্ষাগৃহে আর আসন বাড়ানো সম্ভব নয়। তাই পাশের একটি হলে আরও দু’শ আসনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর কথা শোনা যাবে ভার্চুয়াল মাধ্যমে। 

তাঁর অক্সফোর্ড সফরকে কেন্দ্র করে ঘরোয়া রাজনীতিতে একাংশ যখন সমালোচনায় মশগুল, তখন কেলগে এহেন উৎসাহ ও হিড়িক আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার মতোই। অনেকটাই ‘বাপি বাড়ি যা’ গোছের ব্যাপার।

বুধবার দুপুরে রোদে মুখ করে বসার সময়ে এই কথাটাই তুলেছিলেন এক সাংবাদিক। মুখ্যমন্ত্রীকে এও বলেন, অক্সফোর্ডে কেউ কেউ আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ বা বিক্ষোভ প্রদর্শন করতে পারে বলে শোনা যাচ্ছে।

ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বললেন, “আমার কাছেও খবর আছে। লোকসভা ভোটে মালদহ উত্তরে আমাদের প্রার্থী ছিল শাহনওয়াজ। ও অক্সফোর্ডেই গবেষণা করে। আমাকে সব জানিয়েছে”।