ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারত, শুভমনের গিলের শতরান
India's Shubman Gill celebrates after scoring a century (100 runs) during the third one-day international (ODI) cricket match between India and England at the Narendra Modi Stadium in Ahmedabad on February 12, 2025. (Photo by Sajjad HUSSAIN / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE --

India vs England 3rd ODI – ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারত, বুমরাহর অনুপস্থিতিতে কম্বিনেশন তৈরিতে জোর দেবেন রোহিত শর্মা-গৌতম গম্ভীররা। সিরিজ ইতিমধ্যেই ২-০তে জিতে নিয়েছে ভারত। টস জিতল ইংল্যান্ড, প্রথমে ব্যাট করছে ভারত।

অবশেষে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বস্তিতে ফিরলেন ভারতীয় দলের সমর্থকরা। আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৫০ বলে হাফ সেঞ্চুরি করেন কোহলি। প্রথমে কিছুটা ভাগ্যের সাহায্য পেলেও, পরের দিকে আর ভুল করেননি। দারুণ কিছু শট খেলে হাফ সেঞ্চুরি করে ফেলেন তিনি। তবে সেঞ্চুরি করতে পারেননি আদিল রশিদের বলিং-এর জন্য। ৫২ রান করে আউট হন কিং কোহলি।