বাংলাদেশ সীমান্তে উর্দু, আরবি ভাষায় সন্দেহজনক সিগন্যাল ধরা পড়ল। আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, মাসদুয়েক ধরে রাতের দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সেরকম সিগন্যালের হদিশ পেয়েছেন অপেশাদার হ্যাম রেডিয়োর অপারেটররা। বাংলা (বাংলাদেশি টানে), উর্দু এবং আরবিতে সাংকেতিক ভাষায় সেইসব সিগন্যাল ধরা পড়ায় উদ্বেগ আরও বেড়েছে।
বিশেষত বাংলাদেশে এখন যা অবস্থা এবং একাংশের মধ্যে ভারত-বিরোধী যে মনোভাব তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে সাংকেতিক ভাষায় ওইসব সন্দেহজনক সিগন্যাল ধরা পড়ায় জঙ্গি কার্যকলাপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারকে। করা হয়েছে সতর্ক।
ওই প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে সেই সাংকেতিক ভাষায় সিগন্যালের বিষয়টি সামনে এসেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বনগাঁও এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় সাংকেতিক ভাষায় বাংলা, উর্দু ও আরবি এরকম অনুমোদনহীন সিগন্যালের হদিশ মিলেছে। তড়িঘড়ি তা জানানো হয় কেন্দ্রীয় সরকারকে। তারপর ট্র্যাকিংয়ের জন্য বিষয়টি পাঠানো হয়েছে কলকাতায় ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনের (রেডিয়ো) কাছে। ভবিষ্যতে আবারও এরকম সিগন্যালের হদিশ মিললে তা অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
‘রাত ১ টা থেকে রাত ৩ টের মধ্যে সন্দেহজনক সিগন্যাল’
বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রেডিয়ো ক্লাবের এক শীর্ষ পদাধিকারী (নাম প্রকাশ করা হল না) বলেছেন, ‘রাত একটা থেকে রাত তিনটের মধ্যে সেই সন্দেহজনক সিগন্যাল ধরা পড়েছে। মূলত বাংলা (বাংলাদেশি ধাঁচে কথা), উর্দু ও আরবি ভাষায় সেই সাংকেতিক বার্তা ছিল। কখনও কখনও এমন কোনও ভাষায় সিগন্যাল ধরা পড়েছে, যেটা আমরা বুঝতে পারিনি। যখনই আমরা ওই লোকজনকে নিজেদের পরিচিতি দিতে বলেছি, তখনই ওরা চুপ করে গিয়েছে।’