ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে সদ্য এক প্রতিবাদ সভাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। সংঘাত, অগ্নিগ্রভ পরিস্থিতির মাঝে ৩ জনের মৃৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এরই মাঝে শুক্রবার, পিরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভা করে ফুরফুরার একাংশ। সেই সভা থেকেই এবার ‘ব্রিগেড চলো’র ডাক দিলেন পিরজাদারা।
শুক্রবার হুগলির ফুরফুরা শরিফের একাংশের তরফে আয়োজন হয় ওয়াকফ ঘিরে প্রতিবাদ সভার। আয়োজন করেন পিরজাদারা। সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন না ত্বহা সিদ্দিকি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিরা। তবে এই সভা থেকেই ২৬ এপ্রিল ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছেন উপস্থিত ফুরফুরার একাংশ।
জানা গিয়েছে, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকে এই সমাবেশ হবে। মঞ্চ থেকে ফুরফুরা পিরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন,’আমরা পিরজাদারা সমর্থন করেছি’ এই সমাবেশকে। তিনি বলেন,ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এই সমাবেশ হবে। তবে পাশাপাশি তিনি সাফ জানান, ২৬ এপ্রিল যাঁরা ব্রিগেডের সমাবেশে থাকবেন, তাঁরা যেন সংযত থাকেন। কোনও ফাঁদে পা না দেওয়ার আর্জি জানান তিনি।
তবে প্রশ্ন উঠছে, ২৬ এপ্রিল ব্রিগেডে এই তাবড় সভায় কি উপস্থিত থাকবেন ত্বহা সিদ্দিকি, নওশাদ বা আব্বাস সিদ্দিকিরা? শুক্রবার ফুরফুর শরিফের এই প্রতিবাদ সভায় তাঁদের অনুপস্থিতি এই প্রশ্ন তুলে দিচ্ছে। তবে এই ওয়াকফ ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওশাদ। ফুরফুরার সমস্ত পিরজাদারা নেমেছেন প্রতিবাদে।